কোম্পানীগঞ্জের 'পাথরখেকো' আঞ্জু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


মে ১৯, ২০২০
০৯:২৬ অপরাহ্ন


আপডেট : মে ১৯, ২০২০
০৯:২৭ অপরাহ্ন



কোম্পানীগঞ্জের 'পাথরখেকো' আঞ্জু গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শীর্ষ সন্ত্রাসী ৪টি হত্যা মামলাসহ ১২টি মামলার আসামি পাথরখেকো হিসেবে পরিচিত আঞ্জু মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে কোম্পানীগঞ্জ থানার এসআই খায়রুল বাশারের নেতৃত্বে জেলা ডিবি পুলিশের সহায়তায় সিলেট শহরের উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আঞ্জু মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার চিকাডহর নারায়নপুর সাকিনের মৃত মনফর আলীর ছেলে।

গ্রেপ্তারকৃত পাথরখেকো আঞ্জুর বিরুদ্ধে কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলার পরিবেশ ধ্বংস করে পাথর উত্তোলন, কোয়ারিতে একাধিক নিহত হওয়ার ঘটনা ও চাঁদাবাজিসহ মোট ১৬টি মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ও ডিবি'র ওসি (উত্তর) সাইফুল আলম জানান, সিলেটের কোম্পানীগঞ্জসহ পাথর অধ্যুষিত অন্যান্য এলাকার পরিবেশ ধ্বংস করে যান্ত্রিক পদ্ধতিতে কেউ যেন পাথর উত্তোলন করতে না পারে সেজন্য পাথরখেকো হিসেবে পরিচিত মূল হোতাদের গ্রেপ্তারের জন্য পুলিশ সুপার মহোদয়ের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জের আলোচিত সন্ত্রাসী আঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে।

 

কেএ/আরআর-১২