সিলেটে একদিনে প্রশাসনের ১০ সদস্যের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


মে ১৯, ২০২০
১০:০৬ অপরাহ্ন


আপডেট : মে ১৯, ২০২০
১১:২২ অপরাহ্ন



সিলেটে একদিনে প্রশাসনের ১০ সদস্যের করোনা শনাক্ত

সিলেটে একদিনে ৮ জন পুলিশ সদস্য ও দুই জন কারারক্ষীসহ ১০ জনের করেনা শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার ( ১৯ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

এর মধ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলায় আরও ৭ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মূসা।

তিনি জানান, আজ আরও ৭ পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তাদের আইসোলেশনে নেওয়ার প্রক্রিয়া চলছে। 

আক্রান্তদের মধ্যে দুইজন এসআই, একজন এটিএসআই ও চারজন কনস্টেবল। এই নিয়ে বিশ্বনাথ উপজেলায় মোট ২০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি।

সিলেট কেন্দ্রীয় কারাগারের ২ জন কারারক্ষী ও মহানগর পুলিশের একজন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে।

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান হাসপাতালের ল্যাবে আজ মঙ্গলবার ১৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে দুইজন সিলেট কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী ও মহানগর পুলিশের একজন পুলিশ সদস্য রয়েছেন। 

এনএইচ-০১/বিএ-০১