করোনায় আক্রান্ত গোলাপগঞ্জের আরও ৩ জন

গোলাপগঞ্জ প্রতিনিধি


মে ১৯, ২০২০
১০:১৬ অপরাহ্ন


আপডেট : মে ১৯, ২০২০
১০:১৬ অপরাহ্ন



করোনায় আক্রান্ত গোলাপগঞ্জের আরও ৩ জন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আরও তিনজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিস্বর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা রোগীর সংস্পর্শে আসা এই তিনজনের নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। আজ (মঙ্গলবার) রাতে তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। ইতোমধ্যে তাদের বাড়িগুলো লকডাউন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পৌরসভার টিকরবাড়ি গ্রামের আক্রান্ত এক বৃদ্ধ (৬৫) এই এলাকার প্রথম শনাক্ত রোগীর সংস্পর্শে এসেছিল। আক্রান্ত অপর দুইজন (৫০) ও (৪৭) বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ গ্রামের বাসিন্দা। তারা পৌরসভার টিকরবাড়ি গ্রামের প্রথম শনাক্ত রোগীর সংস্পর্শে এসেছিলেন।

এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে এবং এর মধ্যে ২ জন সুস্থ হয়েছেন।

 

এফএম/আরআর-১৬