মৃত্যুর ২২ দিন পর জানা গেল তিনি করোনা আক্রান্ত ছিলেন

নিজস্ব প্রতিবেদক


মে ২০, ২০২০
১০:৪৮ পূর্বাহ্ন


আপডেট : মে ২০, ২০২০
১১:২২ পূর্বাহ্ন



মৃত্যুর ২২ দিন পর জানা গেল তিনি করোনা আক্রান্ত ছিলেন
করোনার উপসর্গে শামসুদ্দিন হাসপাতালে ২৮ এপ্রিল মৃত্যু হয়েছিল ওই ব্যক্তির

সিলেট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। গত ২৮ এপ্রিল সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে তাঁর মৃত্যু হয়। পরে ওই ব্যক্তির শরীরের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে প্রেরণ করা হয়। মৃত্যুর প্রায় ২২ দিন পর জানা গেল তার করোনা পজেটিভ ছিল।

জানা গেছে, ওই ব্যক্তির বয়স ৩৬। তার বাসা সিলেট সদরের হালদারপাড়ায়। গত ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে তিনি মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, ‘ওই ব্যক্তির করোনা পজেটিভ ছিল। তার নমুনা পরীক্ষার ফলাফল অনেক আগেই শামসুদ্দিনে আসে। তবে তারা আমাদের এ তথ্য জানায়নি।’

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র সিলেট মিররকে বলেন, ওই ব্যক্তির করোনা পজেটিভ ছিল। গত ১ মে ঢাকা থেকে আমাদের কাছে এ রিপোর্ট আসে। আমরা বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছি ওইদিনই। হয়তো তারা তখন বিষয়টি খেয়াল করেননি।

উল্লেখ্য, সিলেটে এ নিয়ে ৮ জন করোনা আক্রান্ত  রোগী মারা গেলেন। 

এনসি/এনপি-০৬