সিলেটে ৪৫৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৮

নিজস্ব প্রতিবেদক


মে ২০, ২০২০
১১:১২ পূর্বাহ্ন


আপডেট : মে ২০, ২০২০
১১:২১ পূর্বাহ্ন



সিলেটে ৪৫৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৮
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৭ জন

সিলেট বিভাগে এখন পর্যন্ত ৪৫৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ১৮৫ জন, হবিগঞ্জে ১৩১ জন, সুনামগঞ্জে ৮২ জন ও মৌলভীবাজারে ৬১ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র আজ বুধবার (২০ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছে। 

সবশেষ গতকাল মঙ্গলবার (১৯ মে) ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলার ২০ জন ও সুনামগঞ্জ জেলার ৭ জন। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষার পর ফলাফলে ২১ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে একজনের আগেই করোনা শনাক্ত হয়েছিল। বাকিরা নতুন শনাক্ত হওয়া রোগী। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার পর সুনামগঞ্জে আরও ৭ জনের করোনা শনাক্ত হওয়ার খবর জানানো হয়। তারা সবাই ধর্মপাশা উপজেলার বাসিন্দা। 

সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১৩৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জে ৪৪ জন, হবিগঞ্জে ৫৫ জন ও মৌলভীবাজারে ৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুলতানা রাজিয়া সিলেট মিররকে জানান, সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৫ জন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে ২ জন।

সিলেট বিভাগে বর্তমানে ১৫৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে তিনি জানিয়েছেন। 

এনসি/এনপি-০৮