সিলেটে কোয়ারেন্টিনে আরও ১৯১ জন

নিজস্ব প্রতিবেদক


মে ২০, ২০২০
১১:১৯ পূর্বাহ্ন


আপডেট : মে ২০, ২০২০
১১:২০ পূর্বাহ্ন



সিলেটে কোয়ারেন্টিনে আরও ১৯১ জন

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯১ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ১১ জন, সুনামগঞ্জে ১১৮ জন, হবিগঞ্জে ২৬ জন ও মৌলভীবাজারে ৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনের মেয়াদ শেষ করে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ১১৯ জন। এর মধ্যে সিলেটে ৩ জন, সুনামগঞ্জে ৩১ জন, হবিগঞ্জে ৪৬ জন ও মৌলভীবাজারে ৩৯ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেট মিররকে জানান, সিলেট বিভাগে বর্তমানে মোট এক হাজার ৩৮৭ জন কোয়ারেন্টিনে আছেন।

এনসি/এনপি-০৯