নিজস্ব প্রতিবেদক
মে ২০, ২০২০
০২:১৯ অপরাহ্ন
আপডেট : মে ২০, ২০২০
০২:৩১ অপরাহ্ন
সিলেটে ২৬ টাকা কেজিতে ধান কেনা কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার (২০ মে) দুপুরে দক্ষিণ সুরমার টেকনিকেল রোডস্থ খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে ধান কেনা কার্যক্রম শুরু করে সরকার।
এসময় ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোজ কান্তি দাস চৌধুরী উপস্থিত ছিলেন। সরকার ২৬ টাকা কেজিতে ধান কেনায় কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল আওয়াল ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিলেট সদর এল.এস.ডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, সহকারী উপ খাদ্য পরিদর্শক মো. বশির হোসেন, সহকারী উপজেলা খাদ্য পরিদর্শক মো. আব্দুল্লাহ প্রমুখ।
এনপি-১৩