নিজস্ব প্রতিবেদক
মে ২০, ২০২০
০৩:১৩ অপরাহ্ন
আপডেট : মে ২০, ২০২০
০৩:১৩ অপরাহ্ন
কাষ্টঘরে করোনা আক্রান্ত এক যুবকের পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা তিনদিনেও সংগ্রহ করা হয়নি। এতে পরিবারের অন্যান্য সদস্যরা করোনা আতঙ্কে দিন পার করছেন।
জানা যায়, গত রবিবার (১৭ মে) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় কাষ্টঘর এলাকার এক যুবকের করোনা শনাক্ত হয়। তিনি নগরের একটি কাপড়ের দোকানে কাজ করতেন। এদিকে তিন দিন পার হলেও ওই পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ না করায় ওই পরিবারসহ এলাকাবাসী আছেন করোনা আতঙ্কে। এলাকাবাসী অনেকে বলছেন বর্তমানে আক্রান্তের পরিবার নিজ থেকে বাসায় অবস্থান করছে। তবে এর আগে আক্রান্তের বড় ভাই এলাকার মানুষের সঙ্গে মিশেছেন, নামাজে গেছেন। স্বাভাবিকভাবেই আমরা এজন্য কিছটা ভয়ে আছি।
এবিষয়ে আজ বুধবার (২০ মে) আক্রান্তের বড় ভাই সিলেট মিররকে বলেন, ‘ তিন দিন হয়ে গেলেও আমাদের পরিবারের অন্য কোন সদস্যের নমুনা সংগ্রহ করা হয়নি। এদিকে আমার ছোট মেয়ের জ¦র আসে জ¦র যায় এমন অবস্থা। সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা যোগাযোগ করে বলেছেন সাবধানে থাকতে, বাসা থেকে বের না হতে।’
আর সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, আমি সিভিল সার্জন কার্যালয়ে যোগযোগ করেছি তবে নমুনা সংগ্রহকারীর সংকট থাকায় নমুনা সংগ্রহ করতে একটু বিলম্ব হচ্ছে। আশা করছি আগামীকাল এই পরিবারের সকলের নমুনা সংগ্রহ করতে পারবো।
এনএইচ-০২/বিএ-০৯