ওসমানীনগর প্রতিনিধি
মে ২০, ২০২০
০৬:৫৬ অপরাহ্ন
আপডেট : মে ২০, ২০২০
০৬:৫৬ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও গরিবদের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ বরাদ্দকৃত কাপড় বিতরণ করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান।
আজ বুধবার (২০ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তাজপুর ডিগ্রি কলেজ, দয়ামীর ডিগ্রি কলেজ, সাদীপুর ইউনিয়ন, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ, তাজপুর বাজার ও নিজ দয়ামীর গ্রামে কাপড়গুলো বিতরণ করা হয়।
কাপড় বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার, তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদাল মিয়া, সাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুর রব, গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, সমাজসেবক শহীদ আহমদ প্রমুখ।
ইউডি/আরআর-০২