ওসমানীনগরে ঈদ উপহার দিল নেক ফাউন্ডেশন

ওসমানীনগর প্রতিনিধি


মে ২০, ২০২০
০৬:৫৮ অপরাহ্ন


আপডেট : মে ২০, ২০২০
০৬:৫৮ অপরাহ্ন



ওসমানীনগরে ঈদ উপহার দিল নেক ফাউন্ডেশন

সিলেটের ওসমানীনগরে শহীদ মুক্তিযোদ্ধা নায়েক নুরুল হক খাঁন ও মরহুমা রাজিয়া খানমের পারিবারিক ট্রাস্ট নেক ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (২১ মে) বেলা সাড়ে ৩টায় উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের হলরুমে এসব উপহার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন। ইউপি যুবলীগের সভাপতি জাহির আহমদ মোহনের সঞ্চানায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা কয়েছ চৌধুরী।

এছাড়া বক্তব্য দেন, ইউপি আওয়ামী লীগের সভাপতি হিরন মিয়া ও উপজেলা আওয়ামী লীগ নেতা জুবায়ের আহমদ শাহীন। এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের কর্মকর্তা আবরার খাঁন, স্থানীয় ইউপি সদস্য আফরোজুল হক, ফয়ছল আহমদ, আমরা মুক্তিযোদ্ধা সন্তান এর সংগঠক আব্দুস সালাম চৌধুরী আক্তার প্রমুখ।

 

ইউডি/আরআর-০৩