গোলাপগঞ্জ প্রতিনিধি
মে ২০, ২০২০
০৭:৪০ অপরাহ্ন
আপডেট : মে ২০, ২০২০
০৭:৪০ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি সৈয়দ মাহমুদ ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আসামি সৈয়দ মাহমুদ গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর গ্রামের মরহুম আফিজ আব্দুল গফফারের ছেলে এবং জাহাঙ্গীর আলম একই গ্রামের মো. সিরাজুল হকের ছেলে। তাদের উভয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪টি করে মামলা রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই (নিরস্ত্র) আশীষ চন্দ্র তালুকদারের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মো. ইউসুফ আলীসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ওই দু'জনকে গ্রেপ্তার করে। আজ বুধবার (২০ মে) আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এফএম/আরআর-০৭