সুস্থ হলেন গোলাপগঞ্জের প্রথম করোনা রোগী

গোলাপগঞ্জ প্রতিনিধি


মে ২১, ২০২০
০৭:৪৬ পূর্বাহ্ন


আপডেট : মে ২১, ২০২০
০৭:৪৬ পূর্বাহ্ন



সুস্থ হলেন গোলাপগঞ্জের প্রথম করোনা রোগী

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রথম করোনা শনাক্ত রোগী ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের কয়েছ আহমদ (৩০) সুস্থ হয়েছেন।

আজ বুধবার (২০ মে) রাত ৯টায় সিলেট মিররকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিস্বর চৌধুরী।

তিনি বলেন, সিলেটের ল্যাবে দুইবার করোনা পরীক্ষার পর তার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাকে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং তিনি এখন করোনাভাইরাস থেকে মুক্ত। আগামী ১৪ দিন তাকে বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২ মে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে কয়েছ আহমদকে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হয়। এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলার ২৪ জন করোনা রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন।

 

এফএম/আরআর-০৮