ওসমানীনগর প্রতিনিধি
মে ২০, ২০২০
০৭:৫৮ অপরাহ্ন
আপডেট : মে ২০, ২০২০
০৭:৫৮ অপরাহ্ন
আজ বুধবার (২০ মে) দুপুরে সিলেটের ওসমানীনগরে শহীদ মুক্তিযোদ্ধা নায়েক নুরুল হক খাঁন ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
স্থানীয় দয়ামীরে ওসমানী স্মৃতি গ্রন্থাগার ও যাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, করোনা পরিস্থিতিতে দেশের জনগণ প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখেছেন। এ সংকট থেকে উত্তরণে সরকারের গৃহিত নানা পদক্ষেপে সাধারণ মানুষ সমর্থন দিয়েছেন বলেই দেশ এখনও তেমন সমস্যায় পড়েনি। লকডাউন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। সবাই সচেতন থাকলে করোনা বীর বাঙালিদের কিছুই করতে পারবে না।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে দেশকে শত্রুমুক্ত করেছিলেন। এবার আমরা সবাই করোনাযোদ্ধা হয়ে দেশকে বিপদমুক্ত করব। এ যুদ্ধে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তারা তাদের কলমে সত্যিকার সমাজচিত্র ফুটিয়ে তোলেন। বর্তমান করোনা সংকটেও তাদের ভূমিকা অনস্বীকার্য। তাদের অবদানের কথা দেশ ও জাতি মনে রাখবে।
আফরোজুল হকের সভাপতিত্বে এবং জুবায়ের আহমদ শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদাল মিয়া, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুগ্ম-সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, আওয়ামী লীগ নেতা শাহজামাল আহমদ, দয়ামীর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহির আহমদ মোহন প্রমুখ।
ইউডি/আরআর-০৯