গোয়াইনঘাটে ঈদ উপহার দিলেন মন্ত্রী ইমরান আহমদ

গোয়াইনঘাট প্রতিনিধি


মে ২০, ২০২০
০৮:২৪ অপরাহ্ন


আপডেট : মে ২০, ২০২০
০৮:২৪ অপরাহ্ন



গোয়াইনঘাটে ঈদ উপহার দিলেন মন্ত্রী ইমরান আহমদ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদের ব্যক্তিগত তহবিল থেকে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার হতদরিদ্র আড়াই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (২০ মে) দুপুরে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে মন্ত্রী ইমরান আহমদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত সুধীবৃন্দের সঙ্গে যুক্ত হন ও উপহারসামগ্রী বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

ভিডিও কনফারেন্স শেষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদের ব্যক্তিগত উদ্যোগে গোয়াইনঘাট উপজেলার ২ হাজার ৫শ কর্মহীন, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম নূর হোসেন নির্ঝর, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, নারী ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইসমাইল আলী মাস্টার, ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, কামরুল হাসান আমিরুল, খালেদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল আলম, সুবাস চন্দ্র পাল ছানা, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমেদ, যুগ্ম-আহ্বায়ক শাহাবুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রাব্বানী সুমন প্রমুখ।

 

এমএম/আরআর-১১