ওসমানী মেডিকেলের চিকিৎসকসহ আরও ২২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


মে ২১, ২০২০
০৯:০৩ পূর্বাহ্ন


আপডেট : মে ২১, ২০২০
১১:৩৭ পূর্বাহ্ন



ওসমানী মেডিকেলের চিকিৎসকসহ আরও ২২ জনের করোনা শনাক্ত
রয়েছেন পুলিশ সদস্যও

সিলেট জেলায় আরও ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।  আজ বুধবার  (২০ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।

বুধবার রাত ১১ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালের ল্যাবে আজ বুধবার ১৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সদর উপজেলা, ফেঞ্চুগঞ্জ ও কানাইঘাট উপজেলার বাসিন্দা।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, আক্রান্তদের মধ্যে সিলেট ওসমানী মেডিকেলের এক চিকিৎসক রয়েছেন।

এদিকে সিলেটে রিজার্ভ রেঞ্জ পুলিশের (আরআরএফ) আরও পাঁচ সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান। । বুধবার (২০ মে) রাতে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে এই পাঁচ সদস্যের রিপোর্ট পজিটিভ আসে।

বিএ-০৩

 

 

 

 

এনসি/বিএ-২১