গোয়াইনঘাট প্রতিনিধি
মে ২১, ২০২০
০৯:০৮ পূর্বাহ্ন
আপডেট : মে ২১, ২০২০
০৯:০৮ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া আবুল কাশেম নামের এক যুবলীগ নেতার ঘর পরিদর্শন করেছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহম্মদ (ভিপি)।
আজ বুধবার (২০ মে) বিকেলে গোয়াইনঘাট উপজেলার নতুন বাজার এলাকায় অবস্থিত পূর্ব জাফলং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল কাশেমের বসতঘর পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবলীগের নেতা সাজলু লস্কর, জুয়েল আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম-আহ্বায়ক শাহাব উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া রাসেল, রেজাউল করিম রাজ্জাক, জুবায়ের আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন সরকার, সদস্য রাশেদ পারভেজ লাভলু, রফিক সরকার, সাইদুল ইসলাম প্রমুখ।
পরিদর্শন শেষে জেলা যুবলীগের সভাপতি শামীম আহম্মদ ক্ষতিগ্রস্ত যুবলীগ নেতা আবুল কাশেমের হাতে উপজেলা যুবলীগের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে জেলা যুবলীগের পক্ষ থেকে সহায়তা করা হবে বলে তিনি তাদেরকে আশ্বস্ত করেন।
প্রসঙ্গত, পূর্ববিরোধের জের ধরে গত ৫ মে রাতে গোয়াইনঘাট উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল কাশেমের সঙ্গে তার প্রতিবেশী আব্দুল হান্নান নামের এক যুবকের মারামারির ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে আব্দুল হান্নান ও তার স্বজনরা মিলে যুবলীগ নেতা আবুল কাশেমের বাড়িতে হামলা চালান। এ সময়ে কে বা কারা কাশেমের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ওই যুবলীগ নেতার দু'টি বসতঘর, একটি মোটরসাইকেল, টিভি, ফ্রিজ ও ঘরের মূল্যবান সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে এ ঘটনায় যুবলীগ নেতা আবুল কাশেম বাদী হয়ে আব্দুল হান্নানকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন।
এমএম/আরআর-১৫