জকিগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জকিগঞ্জ প্রতিনিধি


মে ২১, ২০২০
০৯:৩৮ পূর্বাহ্ন


আপডেট : মে ২১, ২০২০
০৯:৩৮ পূর্বাহ্ন



জকিগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সিলেটের জকিগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত আব্দুল আজিজকে (৭০) ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে জকিগঞ্জ থানার পুলিশ। 

আজ বুধবার (২০ মে) সকালের দিকে জকিগঞ্জ থানার এসআই মোহন রায় ও এএসআই অঞ্জন দেব গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ বাজারের মেসার্স হাজী আবুল কালাম টেডার্সের সামনে থেকে আব্দুল আজিজকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।

আটক আব্দুল আজিজ খাসেরা গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।

জকিগঞ্জ থানার এসআই মোহন রায় জানিয়েছেন, আটক আব্দুল আজিজ জকিগঞ্জের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে সিলেটের বিভিন্ন থানায় মোট ৬টি মামলা রয়েছে। ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটকের পর নতুন করে মাদক নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

 

ওএফ/আরআর-১৭