জকিগঞ্জ প্রতিনিধি
মে ২০, ২০২০
০৯:৪৭ অপরাহ্ন
আপডেট : মে ২০, ২০২০
০৯:৪৭ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জের ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১ হাজার ৭শ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে।
গত সোমবার (১৮ মে) বারহাল ইউনিয়নে ঈদ উপহার বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্রিটেনের কমিউনিটি নেতা ও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নির্বাচন কমিশনার জকিগঞ্জ আই টিভি'র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন।
আজ বুধবার (২০ মে) উপজেলার বাকি ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ঈদ উপহার বিতরণ করেন, এসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি জুনেদ আহমদ চৌধুরী, জকিগঞ্জ পৌরসভায় এম এ জি বাবর, বারঠাকুরী ইউনিয়নের আফজল হোসেন, সুলতানপুর ইউনিয়নের মাছুম আহমদ, সদর ইউনিয়নের আফতাব উদ্দিন প্রমুখ।
জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন জানান, জকিগঞ্জের প্রবাসীরা লকডাউনে থাকার পরও নিজ এলাকার অসহায় মানুষের কথা চিন্তা করে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রবাসীরা সবসময় এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাদের জন্য সবাই দোয়া করবেন।
ওএফ/আরআর-১৮