জকিগঞ্জ প্রতিনিধি
মে ২০, ২০২০
০৯:৫৪ অপরাহ্ন
আপডেট : মে ২০, ২০২০
০৯:৫৪ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে নিজস্ব অর্থায়নে লকডাউনে থাকা কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বদরুল আলম আফজল।
আজ বুধবার (২০ মে) সকালে জকিগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, করাচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মতিউর রহমান, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস শহীদ, আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, জকিগঞ্জ যুব সমাজসেবা সংস্থা'র সভাপতি এনাম আহমদ খাঁন, সাধারণ সম্পাদক আছাদ উদ্দিন, প্রবীণ আব্দুল জলিল প্রমুখ।
বদরুল আলম আফজল জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে অনেক অসহায় পরিবারের শিক্ষার্থী শিক্ষা উপকরণ কিনতে পারছে না। বিষয়টি অনুধাবন করে তিনি কোমলমতি শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। এছাড়াও করোনাভাইরাসের প্রভাব আসার পর থেকে তিনি অসহায় লোকজনকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। তার এই কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।
বদরুল আলম আফজল সমাজের অসহায় লোকজনের জন্য কাজ করে যেতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
ওএফ/আরআর-১৯