নিজস্ব প্রতিবেদক
মে ২১, ২০২০
০৮:৫৬ পূর্বাহ্ন
আপডেট : মে ২১, ২০২০
১০:০৫ পূর্বাহ্ন
সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৪৪ জনকে শনাক্ত করা হয়েছে। গতকাল বুধবার (২০ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২১ জনের এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। গত ২৪ ঘণ্টায় সিলেটে মৃত্যু হয়েছে ১ জনের।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে জানান, বুধবার হাসপাতালের ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সিলেট সদর উপজেলা, ফেঞ্চুগঞ্জ ও কানাইঘাট উপজেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকও রয়েছেন বলে নিশ্চিত করেছে হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্র।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় সিলেট মিররকে জানান, শাবির পিসিআর ল্যাবে ৯১ জনের নমুনা পাঠানো হয়। এরমধ্যে গতকাল প্রথম দিনে ৮৭টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। চারজনের নমুনা সঠিকভাবে সংগ্রহ করা হয়নি। তাই তাদের নমুনা আবার সংগ্রহ করতে বলা হয়েছে।
৯১ জনের নমুনা সিলেটের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো হয়েছিল তাই আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা হতে পারেন বলে ধারণা করছেন অধ্যাপক জিয়াউল ফারুক জয়। তিনি বলেন, ‘আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা হতে পারে। কারণ নমুনাগুলো সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আমাদের কাছে পাঠানো হয়েছে। তারা কোন কোন উপজেলার তা সিলেটের সিভিল সার্জন অফিস বলতে পারবে।’
জানা গেছে, গতকাল বুধবার আক্রান্তদের মধ্যে সিলেটের রিজার্ভ রেঞ্জ পুলিশের (আরআরএফ) পাঁচ সদস্য রয়েছেন। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। ফলাফলে এই পাঁচ সদস্যের রিপোর্ট পজিটিভ আসে।
এদিকে, গতকাল সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আক্রান্ত এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা টুকা এলাকায়। তিনি গোলাপগঞ্জ উপজেলার আছিরগন্জ বাজারে ফার্মেসির ব্যবসা করতেন। সপরিবারে আছিরগঞ্জ বাজারেই বসবাস করতেন তিনি।
পল্লী চিকিৎসকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শাহিনুর ইসলাম শাহীন বলেন, ‘আবুল কাশেম (৪০) নামের এক পল্লী চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি উপজেলার বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারের পল্লী চিকিৎসক ছিলেন। গতকাল বুধবার রাত ১০টায় তিনি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। রাত দেড়টায় তার মারা যাওয়ার খবর পাই। এই করোনা রোগী পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের প্রথম রোগীর সংস্পর্শে এসেছিলেন।’
প্রসঙ্গত, এ নিয়ে সিলেট বিভাগে মোট ৫০৩ জনের করোনা শনাক্ত হলো। গত মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগে ৪৫৯ জন রোগী শনাক্ত করা হয়েছিল।
আরসি-০১/এনপি-০১