সিলেটে একদিনে করোনায় তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


মে ২১, ২০২০
১১:৩৮ পূর্বাহ্ন


আপডেট : মে ২১, ২০২০
১১:৪৩ পূর্বাহ্ন



সিলেটে একদিনে করোনায় তিনজনের মৃত্যু

সিলেট জেলায় একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২০ মে) রাতে তাদের মৃত্যু হয়।

জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে একজনের (৪০) মৃত্যু হয়। তিনি গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জ বাজারের পল্লী চিকিৎসক। তাঁর বাড়ি বিয়ানীবাজার উপজেলায়। 

গতকাল বুধবার রাতে বালাগঞ্জে নিজ বাড়িতে করোনা আক্রান্ত এক ব্যক্তি (৪৬) মারা যান। এছাড়া রাতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পুরুষের (৫৫) মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, নিয়ম মেনেই এই তিনজনের লাশ দাফন করা হবে।

এনসি/এনপি-০৮