কানাইঘাটে সুনামগঞ্জ ফেরত দুইজনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


মে ২১, ২০২০
০১:১৪ অপরাহ্ন


আপডেট : মে ২১, ২০২০
০১:১৬ অপরাহ্ন



কানাইঘাটে সুনামগঞ্জ ফেরত দুইজনের করোনা শনাক্ত

সিলেটের কানাইঘাটে আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবার (২০ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে। 

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন কানাইঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরফুদ্দিন নাহিদ। তিনি জানান, গতকাল বুধবার রাতে ওসমানী হাসপাতালের পিসিআর ল্যাবে কানাইঘাটের আরও দুইজনের করোনা শনাক্ত হয়। তারা দুইজনই সুনামগঞ্জ থেকে এখানে ধান কাটতে এসেছেন। তাদের আইসোলেশনে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এনএইচ/এনপি-১৩