ওসমানীনগরে আরও ১ জনের করোনা শনাক্ত

ওসমানীনগর প্রতিনিধি


মে ২১, ২০২০
০২:২৬ অপরাহ্ন


আপডেট : মে ২১, ২০২০
০২:২৭ অপরাহ্ন



ওসমানীনগরে আরও ১ জনের করোনা শনাক্ত

সিলেটের ওসমানীনগরে নতুন করে আরও এক ব্যক্তির করোনা শনাক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ই-মেইলের মাধ্যমে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার অফিসে নতুন করে এক ব্যক্তির করোনায় আক্রান্তের খবর জানানো হয়। এ নিয়ে উপজেলায় ৬ জন করোনা রোগী শনাক্ত হলেন।

নতুন করে আক্রান্ত ব্যক্তি (৫৫) বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সের বাবা। তার বাড়ি উপজেলার সাদিপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে। এ নিয়ে ওসমানীনগরে মোট ৬ জনের করোনা শনাক্ত হলো। এরমধ্যে ১ জন মারা গেছেন।

ওসমানীনগর উপজেলায় করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ওসমানীনগরের সাদিপুর ইউপনিয়নের ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা জ্বর সর্দি কাশি নিয়ে গত তিনদিন পূর্বে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। করোনা আক্রান্ত সন্দেহে তার নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আজ বৃহস্পতিবার ভোরে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। 

উপজেলা নির্বাহী কমকর্তা মোছা. তাহমিনা আক্তার বলেন, বৃহস্পতিবার রিপোর্ট আসা আক্রান্ত ব্যক্তি ওসমানীনগরের বাসিন্দা হলেও তিনি জগন্নাথপুরের রানীগঞ্জ এলাকায় ব্যবসা করতেন। সেখানে তিনি অসুস্থবোধ করলে তাকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ সকালে তার করোনা পজেটিভ রিপোর্ট আসার পর তাকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়। আক্রান্ত ব্যক্তির পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হবে।

এর আগে গত বুধবার মধ্যরাতে  ওসমানীনগরে ১১ বছরের এক শিশুসহ নতুন করে ২ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া যায়। নতুন করে করোনা শনাক্ত হওয়া শিশু পল্লীবিদ্যুতের করোনা আক্রান্ত লাইন টেকনিশিয়ানের ১১ বছরের ছেলে এবং অন্যজন রিকশাচালক হাবিব মিয়া।

আজ দুপুরে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে রিকশাচালক হাবিব মিয়ার তাজপুরস্থ দুলিয়ারবন্দের বাসা সহ আশপাশের ৩টি বাসা লকডাউন করা হয়।  ১১ বছরের শিশুর পিতা পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান করোনায় আক্রান্ত থাকায় আগ থেকেই তাজপুরস্থ ৫তলা মশ্রব আলী কমপ্লেক্স লকডাউন ছিল।

ওসমানীনগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৩০ এপ্রিল। দয়ামীর ইউনিয়নের রাইকদাড়া (নোয়াগাঁও) গ্রামের ৫৫ বছরের এক ব্যক্তি ভাইরাস আক্রান্ত হন। গত ২৬ এপ্রিল শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ওই ব্যক্তি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা সন্দেহজনক মনে করে এই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করেন। তারপর ওসমানীনগরের ওই ব্যক্তির করোনা পজিটিভ জানিয়ে রিপোর্ট আসে।

গত ৫ মে ওসমানীনগরে ২য় করোনা রোগী শনাক্ত করা হয়। আক্রান্ত ঢাকা ফেরত ২৪ বছর বয়সী তরুণ গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা। তিনি কয়েকদিন আগে বালাগঞ্জে আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে কিছুটা অসুস্থতাবোধ করলে করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করতে দেন। পরবর্তীতে তার করোনা পজেটিভ শনাক্ত হয়। ১৫ মে উপজেলার তাজপুরে ৩য় করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয় পল্লীবিদ্যুৎ সমিতি সিলেট-১ এর ওসমানীনগর খাশিকাপন জোনাল অফিসে একজন লাইন টেকনিশিয়ানকে। তিনি তাজপুর বাজারের হাজী মশ্রব আলী কমপ্লেক্সে স্বপরিবারে পঞ্চম তলায় বসবাস করে আসছেন। বর্তমানে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ানের অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে। 

ইউডি/এনপি-১৪