নিজস্ব প্রতিবেদক
মে ২১, ২০২০
০৮:১৩ অপরাহ্ন
আপডেট : মে ২১, ২০২০
০৮:১৩ অপরাহ্ন
সিলেটের এমসি কলেজের এইচএসসি ১৯৮৩ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে করোনা সংকটকালীন সময়ে কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) কলেজের চতুর্থ শ্রেনির কর্মচারীদের নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এদের মধ্যে কয়েকজনের হাতে অর্থ তুলে দেওয়া হয় এবং বাকিদের অনুদান কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সালেহ আহমেদের হাতে তুলে দেন ৮৩ ব্যাচ কমিটির আহ্বায়ক গোলাম রব্বানী চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক খায়রুল আক্তার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তৌফিক এজদানী চৌধুরী, কমিটির সদস্য ও কলেজের অর্থনীতি বিভাগের সগযোগী অধ্যাপক তুতিউর রহমান, কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক অরুন চন্দ্র পাল, ও দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুসরাত হক।
জানা যায়, সিলেট এমসি কলেজের এইচএসসি ১৯৮৩ ব্যাচের শিক্ষার্থী অনেকেই অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। তাদের উদ্যোগেই এই সংকটকালীন সময়ে কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারীদেরকে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া সংগঠনের পক্ষ থেকে এমসি কলেজের বিভিন্ন বিভাগের অসহায় দরিদ্র শিক্ষার্থীদেরও নগদ অর্থ সহযোগিতা করা হবে।
এনএইচ/বিএ-২৩