সিলেটের দুই ল্যাবের পরীক্ষায় আরও ১২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


মে ২১, ২০২০
০৮:৫৬ অপরাহ্ন


আপডেট : মে ২১, ২০২০
১১:১৩ অপরাহ্ন



সিলেটের দুই ল্যাবের পরীক্ষায় আরও ১২ জনের করোনা শনাক্ত

আরও এক চিকিৎসক আক্রান্ত

সিলেট জেলায় আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ওসমানীর পিসি আর ল্যাবে ১১ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নতুন করে আরও ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ও শাবিপ্রবির পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।

বৃহস্পতিবার রাত পৌনে ১১ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে বিষয়টি  নিশ্চিত করেছেন। শাবিপ্রবি ল্যাবের ফলাফলের তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয়।

তিনি জানান, হাসপাতালের ল্যাবে আজ বৃহস্পতিবার ১৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে নতুন আক্রান্ত ১১ জন। বাকি একজন পূর্বের আক্রান্ত। দ্বিতীয়বার পরীক্ষা করেও তার শরীরে করোনা পজিটিভ আসে। আক্রান্তরা সিলেট নগর, সদর উপজেলা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং বিশ্বনাথ উপজেলার বাসিন্দা।

ওসমানী হাসপাতালের পিসিআর ল্যাবে আজ আরও একজন চিকিৎসকের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্র।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আজ বৃহিস্পতিবার ৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪১টি নমুনা। এর মধ্যে ১ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তবে আক্রান্ত ব্যক্তি কোন এলাকার তা বলতে পারেননি জিয়াউল ফারুক জয়। তিনি বলেন, সিভিল সার্জন কার্যালয় থেকে আমাদের শুধু নমুনা পাঠানো হয়। আমাদের কাছে শুধু কোড থাকে।

আরসি-০২/বিএ-২৫