জৈন্তাপুরে ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

জৈন্তাপুর প্রতিনিধি


মে ২১, ২০২০
১০:০০ অপরাহ্ন


আপডেট : মে ২১, ২০২০
১০:০০ অপরাহ্ন



জৈন্তাপুরে ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

সিলেটের জৈন্তাপুরে মাস্টার আব্দুর রহিম ও মেহেরুন্নেছা চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই ধাপে করোনায় বন্দি অসহায় কর্মহীন প্রায় ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন সমাজসেবী আব্দুল মতিন শাহীন।

প্রথম দফায় গত ৫ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত নিজপাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৫শ জন দরিদ্র কর্মহীন পরিবারে সহায়তা প্রদান করেন তিনি। এরপর গত ৪ মে থেকে ২১ মে পর্যন্ত ২য় দফায় আরও ৫শ পরিবারে এই সহায়তা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) মাস্টার আব্দুর রহিম ও মেহেরুন্নেছা চৌধুরী ফাউন্ডেশনের সহায়তা বিতরণের শেষ দিনে বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুর রবের বাড়িতে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা হায়দর আলী, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার বেলাল, সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান কবির খান, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জৈন্তাপুর প্রেসক্লাবের সদস্য মো. রেজওয়ান করিম সাব্বিরসহ অন্যান্যরা।

সরকারের নির্দেশে সরকারের পাশাপাশি ফাউন্ডেশনের পক্ষ থেকে নিজপাট ইউনয়নের হতদরিদ্র প্রায় ১ হাজার পরিবারের মধ্যে ৪ লাখ টাকার এই সহায়তা বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল বলেন, মাস্টার আব্দুর রহিম ও মেহেরুন্নেছা চৌধুরী ফাউন্ডেশন কোনো প্রচার ছাড়াই অত্র ইউনিয়নের হতদরিদ্র পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে এই সহায়তা রাতের অন্ধকারে পৌঁছে দিয়ে উপজেলায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের এই সহায়তা পেয়ে প্রকৃত কর্মহীন পরিবারগুলো কিছুটা উপকৃত হলো। আগামীতেও এই ফাউন্ডেশন তাদের সহায়তা নিয়ে দরিদ্রদের পাশে দাঁড়াবে।

 

আরকে/আরআর-১৭