নিজস্ব প্রতিবেদক
মে ২১, ২০২০
১০:৪৪ অপরাহ্ন
আপডেট : মে ২২, ২০২০
১২:৩৬ পূর্বাহ্ন
ছবি : এইচ এম শহীদুল ইসলাম
করোনা মহামারীতে এবার ঈদ একদম অন্যরকম। বৈশ্বিক এক সংকটকালীন মুহূর্তে এবার ঈদ এসেছে। এদিকে সংক্রমণ ঠেকাতে সরকার নির্দেশ দিয়েছে খোলা বা উন্মুক্ত স্থানে ঈদের জামাত না করার। তাই সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে এবার হচ্ছে না কোন জামাত। তবে স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে আটটায় সিলেটে হযরত শাহজালাল (র:) জামে মসজিদে হবে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত।
বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল (র:) জামে মসজিদের খতিব আসজাদ আহমদ।তিনি বলেন, ‘সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে আটটায় হযরত শাহজালাল (র:) জামে মসজিদে এবার ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে শুধু মসজিদের ভিতরেই নামাজ হবে। মসজিদের বাইরে কেউ নামাজে অংশ নিতে পারবেন না।’
তিনি আরও বলেন, ‘সরকার যে নির্দেশনাগুলো দিয়েছেন তা অনুসরণ করা হবে।’
এএনএইচ/বিএ-০১