সিলেটে ঈদের নামাজ আদায়ে পুলিশের ১১ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক


মে ২২, ২০২০
০৮:২৭ পূর্বাহ্ন


আপডেট : মে ২২, ২০২০
০৮:২৭ পূর্বাহ্ন



সিলেটে ঈদের নামাজ আদায়ে পুলিশের ১১ নির্দেশনা

করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে ঈদের নামাজের জামাতের ক্ষেত্রে ১১ নির্দেশনা দিয়েছে সিলেট মহানগর পুলিশ। সরকারের বিধি নিষেধের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

মহানগর পুলিশ জানায়, জনস্বাস্থ্য বিবেচনায় স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো নির্দেশাবলি অনুসরণ করে ঈদ জামাত আদায় করতে হবে। একইসঙ্গে মহানগর পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. জেদান আল মুসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই   নির্দেশনাগুলোর কথা উল্লেখ করা হয়। নির্দেশনাগুলো হলো-

১. ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করতে হবে। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের আয়োজন করা।

২. ঈদের নামাজের জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবানুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। মুসল্লিরা নিজ দায়িত্বে জীবাণুমুক্ত করে জায়নামাজ নিয়ে আসবেন।

৩. করোনাভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদে ওযুর স্থানে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।

৪. মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে।

৫. প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওযু করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

৬. ঈদের নামাজের জামাতে আগত মুসল্লিকে অবশ্যই মাস্ক এবং নিজস্ব টুপি পরে মসজিদে আসতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

৭. ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি অনুসরণ করে দাঁড়াতে হবে।

৮. এক কাতার অন্তর অন্তর আরেক কাতার করতে হবে।

৯. শিশু, বায়োবৃদ্ধ, যে কোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি ঈদের নামাজের জামাতে অংশগ্রহণ করতে পারবেন না।

১০. সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিতকল্পে, স্বাস্থ্যসেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

১১. করোনাভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করতে হবে।

এছাড়া মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য প্রত্যেক মসজিদের খতিব ও ইমামদের অনুরোধ জানিয়েছে পুলিশ। স্বাস্থ্যবিধি মানার বিষয়েও তাদের সহযোগিতা চাওয়া হয়েছে।

আরসি/এনপি-০১