ওসমানীনগর প্রতিনিধি
মে ২২, ২০২০
০৮:৩৯ অপরাহ্ন
আপডেট : মে ২২, ২০২০
০৮:৩৯ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে পল্লী বিদ্যুতের আরও এক লাইনম্যানের করোনা শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ মে) রাত ১১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে উপজেলা স্বাস্থ্য বিভাগের কার্যালয়ে পাঠানো ই-মেইল বার্তায় নতুন করে পল্লী বিদ্যুতের আরেক লাইনম্যান করোনা পজেটিভ বলে জানানো হয়।
আক্রান্ত লাইনম্যান (২২) উপজেলার খাশিকাপনে পল্লীবিদ্যুৎ অফিসের নিকটবর্তী একটি দোতলা বাসায় ভাড়া থাকেন। তিনি অবিবাহিত। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। এ নিয়ে ওসমানীনগরে করোনা ভাইসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ জনে।
ওসমানীনগর উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী বলেন, গত ১ মে পল্লীবিদ্যুতের লাইন টেকনিশিয়ান তাজপুর বাজারের মশ্রব আলী কমপ্লেক্সের ভাড়াটিয়ার করোনা শনাক্ত হবার পর তার সংস্পর্শে আসা পল্লী বিদ্যুতের দুজন লাইনম্যানের নমুনা গত ১৭ মে সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষায় গতকাল বৃহস্পতিবার রাতে একজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার নতুন করে পল্লী বিদ্যুতের আরেকজন লাইনম্যানের করোনা শনাক্তের সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার (২২ মে) সকালে আক্রান্তের বাসা লকডাউন করা হবে। পাশাপাশি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউডি/এনপি-০২