সিলেটে করোনা আক্রান্ত ৫৬৩ জন

নিজস্ব প্রতিবেদক


মে ২২, ২০২০
১০:৫৫ পূর্বাহ্ন


আপডেট : মে ২২, ২০২০
১০:৫৫ পূর্বাহ্ন



সিলেটে করোনা আক্রান্ত ৫৬৩ জন

সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ৫শ ছাড়িয়েছে। আজ শুক্রবার (২২ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় ৫৬৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, শুধু গতকাল বৃহস্পতিবার একদিনে সিলেটে ৬৪ জন করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ১১ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২৫ জন ও মৌলভীবাজারে ২৫ জন।

সিলেট বিভাগে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৬৩ জন। এর মধ্যে সিলেটে ২৩৬ জন, হবিগঞ্জে ১৫৬ জন, সুনামগঞ্জে ৮৮ জন ও মৌলভীবাজারে ৮৩ জন।

জানা গেছে, সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১৫৭ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ২৮ জন, সুনামগঞ্জে ৫১ জন, হবিগঞ্জে ৭০ জন ও মৌলভীবাজারে ৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুলতানা রাজিয়া সিলেট মিররকে জানান, সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৮ জন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে ২ জন। বর্তমানে করোনা আক্রান্ত ১৬৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে তিনি জানান। 

এনসি/এনপি-০৮