সিলেটে জুমাতুল বিদা পালিত

নিজস্ব প্রতিবেদক


মে ২৩, ২০২০
০১:০০ পূর্বাহ্ন


আপডেট : মে ২৩, ২০২০
০১:৪৬ পূর্বাহ্ন



সিলেটে জুমাতুল বিদা পালিত

আজ রমজান মাসের শেষ শুক্রবার (২২ মে) যা জুমাতুল বিদা নামে পরিচিত। রমজানের শেষ এ জুমায় সিলেটের প্রতিটি  মসজিদে বিপুলসংখ্যক মুসল্লি নামাজ আদায় ও দোয়ায় শরীক হওয়ার মধ্য দিয়ে জুমাতুল বিদা পালন করেছে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার জুমাতুল বিদায় হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদ প্রাঙ্গনসহ সিলেটের প্রতিটি মসজিদে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বজায় রেখে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়।

নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা নিজের জন্য দোয়া চাওয়ার পাশাপাশি দেশের অগ্রগতি, সমৃদ্ধি তথা মুসলিম উম্মাহর শান্তি, করোনাভাইরাসের সংক্রমণ থেকে দেশের মানুষকে রক্ষা ও সম্প্রীতি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এনসি/বিএ-০৪