নিজস্ব প্রতিবেদক
মে ২৩, ২০২০
০২:৪০ পূর্বাহ্ন
আপডেট : মে ২৩, ২০২০
০২:৪০ পূর্বাহ্ন
সিলেট নগরের শেখঘাট এলাকা থেকে অস্ত্রসহ ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম আহমদ ও তার ছোট ভাই শাহিন আহমদকে আটক করেছে র্যাব-৯। গতকাল বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ৩ টার সময় শেখঘাটের ২৫০ নম্বর বাসা থেকে তাদের আটক করা হয়।
আটকের পর তাদের দুইজনকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া।
তিনি জানান, রাতে আটক করা হলেও আজ শুক্রবার (২২ মে) সকাল ১১ টার দিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি রিভলবার, রামদা, চাকু উদ্ধার করা হয়েছে। তাদের দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে তাদের দুইজনের বিরুদ্ধে ৩টি করে মামলা রয়েছে বলেও জানান তিনি ।
এনএইচ/বিএ-১১