নিউইয়র্ক সিটি ও নিউইয়র্ক স্টেট যুবলীগের উদ্যোগে নগরে ইফতার বিতরণ

সিলেট মিরর ডেস্ক


মে ২২, ২০২০
০৭:১৭ অপরাহ্ন


আপডেট : মে ২২, ২০২০
০৭:১৭ অপরাহ্ন



নিউইয়র্ক সিটি ও নিউইয়র্ক স্টেট যুবলীগের উদ্যোগে নগরে ইফতার বিতরণ

 

সিলেট নগরের তালতলায় নিউইয়র্ক সিটি ও নিউইয়র্ক স্টেট যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২২ মে) ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ।

যুক্তরাষ্ট্র নিউইয়র্ক স্টেট যুবলীগের আহবায়ক মহি উদ্দিন চৌধুরী খোকন ও যুগ্ম আহবায়ক ফরহাদ হাসান, নিউইয়র্ক সিটি যুবলীগের আহবায়ক রেজাউল আলম অপু ও যুগ্ম আহবায়ক জুনেদ আহমদের অর্থায়নে নগরের ভাসমান, ভবঘুরে, ফুটপাতে প্রায় এক হাজার লোকের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট মাহফুজুর রহমান, কবির উদ্দিন, মজির উদ্দিন, অ্যাডভোকেট মো. আব্বাছ উদ্দিন, সেলিম উদ্দিন, নজরুল ইসলাম, যুবলীগ নেতা রমিজ উদ্দিন, মাসুদ হোসেন খান, স্বেচ্ছাসেবকলীগ নেতা এমদাদ রহমান, এনামুল হক এনাম, সাজলু লস্কর, হিরুল ইসলাম জুয়েল, সুজেল আহমদ তালুকদার, শাহরিয়ার আলম সামাদ, সাগর দাস, সাহেদ আহমদ, তোফায়েল আহমদ সানি, আব্দুস সাদিক তারেক, ইবাদ খান দিনার, জুনেদ আহমদ, আহমদ হোসেন খান, শাহরিয়ার হোসেন রাহি, হোসাইন আহমদ, আহসান হাবিব, আবির প্রমুখ।

বিএ-১৮