কোম্পানীগঞ্জে ছাত্রলীগের ঈদ উপহারসামগ্রী বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


মে ২২, ২০২০
০৮:২৬ অপরাহ্ন


আপডেট : মে ২২, ২০২০
০৮:২৬ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে ছাত্রলীগের ঈদ উপহারসামগ্রী বিতরণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ নুর উদ্দিনের অর্থায়নে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

আজ শুক্রবার (২২ মে) উপজেলার খাগাইল, গৌরীনগর, বর্ণি, তেলিখাল, থানাসদর, টুকের বাজার, পাড়ুয়া, ঢালারপাড়, দয়ার বাজারসহ বিভিন্ন এলাকায় ৩শ হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহারসামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে ছিল চাল, ডাল, আলু, ময়দা, লাচ্ছা সেমাই, চিনি, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

ঈদ উপহারসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান নয়ন, সহ-সভাপতি সামছুল আলম, রুপ চন্দ্র দাস, রুমেল আহমদ, হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক জিকরুল ইসলাম, জায়েদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সজিবুল ইসলাম, সাইফুর রহমান, আমির দেওয়ান, তুহিন আহমদ, পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আলীম, যুবলীগ নেতা জামাল আহমদ, রুবেল আহমদ প্রমুখ।

ঈদ উপহারসামগ্রী বিতরণে সহযোগিতা করেন, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক নাইম আহমদ, প্রচার সম্পাদক শামীম আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা আহমেদ রেজা রুবেল, সোহান আহমদ, পূর্ব ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-আমীন, সহ-সভাপতি সঞ্জয় সরকার, দক্ষিণ রণিখাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাচ্চা মিয়া, সাধারণ সম্পাদক মুন্সি লোকেছ আহমদ প্রমুখ।

 

কেএ/আরআর-১১