জকিগঞ্জে সোনার বাংলা সমিতির ঈদ উপহার বিতরণ

জকিগঞ্জ প্রতিনিধি


মে ২২, ২০২০
০৮:৪৫ অপরাহ্ন


আপডেট : মে ২২, ২০২০
০৮:৪৫ অপরাহ্ন



জকিগঞ্জে সোনার বাংলা সমিতির ঈদ উপহার বিতরণ

সিলেটের জকিগঞ্জের সোনার বাংলা বহুমূখী সমবায় সমিতির উদ্যোগে শতাধিক অসহায় পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (২২ মে) বেলা ২টার দিকে সোনার বাংলা হলরুমে সমিতির সভাপতি জাফরুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উপহার বিতরণ করা হয়।

সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালিক মাহতাবের সঞ্চালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য দেন রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির।

এছাড়া বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, যুবলীগ নেতা জালাল খাঁন প্রমুখ।

অনুষ্ঠান শেষে শতাধিক অসহায় মানুষের হাতে ঈদসামগ্রী তুলে দেন অতিথিরা।

 

ওএফ/আরআর-১৪