শাবির পরীক্ষাগারে আরও চার জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


মে ২২, ২০২০
০৯:২২ অপরাহ্ন


আপডেট : মে ২২, ২০২০
০৯:৩৫ অপরাহ্ন



শাবির পরীক্ষাগারে আরও চার জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে আরও চারজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ শুক্রবার (২২ মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।   

শুক্রবার (২২ মে) রাত ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় বিষয়টি নিশ্চিত করেছেন। 

সিলেট মিররকে তিনি বলেন, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চারজনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তরা সিলেট বিভাগের হলেও কোন জেলার তা জানাতে পারেননি তিনি।

সংশ্লিষ্ট সূত্রেে জানা গেছে  গেছে, আক্রান্তদের চারজনই সুনামগঞ্জ জেলার।   

এনসি/বিএ-২৬