শামসুদ্দিনে করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক


মে ২২, ২০২০
০৯:৩৬ অপরাহ্ন


আপডেট : মে ২৩, ২০২০
০৩:৪৪ পূর্বাহ্ন



শামসুদ্দিনে করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন মারা গেছেন

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন মারা গেছেন। আজ শুক্রবার ( ২২ মে) রাত নয়টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় শামসুদ্দিনে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক জন্মেজয় দত্ত।

তিনি সিলেট মিররকে জানান, আজ রাত নয়টায় হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন ছিলেন। তিনি আজ সকালেই হাসপাতালে ভর্তি হন। তার মৃত্যুর আগেই নমুনা সংগ্রহ করা হয়েছিল। তার মৃতদেহ এখনো হাসপাতালে রাখা আছে।

এনএইচ/বিএ-০২