সিলেটের ফটো সাংবাদিকদের স্মারক প্রদান

সিলেট মিরর ডেস্ক


মে ২২, ২০২০
০৯:৪৯ অপরাহ্ন


আপডেট : মে ২৩, ২০২০
০৩:৪৫ পূর্বাহ্ন



সিলেটের ফটো সাংবাদিকদের স্মারক প্রদান

সিলেটের ফটো সাংবাদিকরা করোনাভাইরাসের সময়েও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন।‘ভালো থাকুক তারা, আমাদের জন্য বাইরে আছে যারা’এই স্লোগানকে সামনে রেখেই মাঠে কাজ করছেন বলে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে চলেছেন তারা। এজন্য ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটিকে স্মারক দিয়েছেন সম্মিলিত সাংষ্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।

আজ শুক্রবার (২২ মে)  বিকেল সাড়ে ৩টায় নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোয়ারিমে এই স্মারক প্রদান করা হয়। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর হাত থেকে গ্রহণ করেন। অ্যাসোসিয়েশনের সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক শংকর দাস।

এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম লিটন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, সংস্কৃতি সংগঠক বিভাষ শ্যাম যাদন প্রমুখ।

বিএ-০৩