জকিগঞ্জে ঈদসামগ্রী ও অর্থ দিলেন আজিজুর রহমান

জকিগঞ্জ প্রতিনিধি


মে ২২, ২০২০
০৯:৫১ অপরাহ্ন


আপডেট : মে ২৩, ২০২০
০৩:৪৫ পূর্বাহ্ন



জকিগঞ্জে ঈদসামগ্রী ও অর্থ দিলেন আজিজুর রহমান

সিলেটের জকিগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সদস্য আজিজুর রহমানের উদ্যোগে এলাকার অসহায় ২৫০টি পরিবারের মাঝে ঈদসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (২২ মে) বেলা ২টার দিকে তার নিজ বাড়িতে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মারুফ আহমদ, সমাজসেবক বাছিতুর রহমান বাছিত মিয়া, আব্দুল কাদির, আবুল মিয়া, এমাদ উদ্দিন, আছদ্দর আলীসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথির বক্তব্যে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, আজিজুর রহমান যে উদ্যোগ নিয়েছেন তাতে তিনি অবশ্যই প্রশংসার দাবিদার। এলাকার অসহায় মানুষের জন্য এভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। সকলের আন্তরিক সহযোগিতায় করোনা পরিস্থিতি সহজে মোকাবেলা সম্ভব হবে।

 

ওএফ/আরআর-০১