করোনা রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করলো আইডিয়াল সোসাইটি

সিলেট মিরর ডেস্ক


মে ২৩, ২০২০
০৯:৫৪ পূর্বাহ্ন


আপডেট : মে ২৩, ২০২০
০৩:৪৬ অপরাহ্ন



করোনা রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করলো আইডিয়াল সোসাইটি

করোনা উপসর্গ আছে এমন রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। সিলেট আইডিয়াল সোসাইটির উদ্যোগে এই সেবাটি চালু হয়েছে। এখন থেকে যে কেউ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা উপসর্গ আছে এমন কথা শোনার পর অ্যাম্বুলেন্সে অনেকেই রোগী বহন করতে চান না। আবার অনেক বেশি ভাড়াও হাঁকাচ্ছেন অনেকে। এতে করে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। তাদের কথা চিন্তা করে এই সেবা চালু হয়েছে।

এই সেবার সহযোগিতায় রয়েছে ‘মিড-লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশন সিওমেক’।

অ্যাম্বুলেন্স পাওয়ার প্রক্রিয়া: এই সেবার হটলাইন নাম্বারে প্রতিদিন ২৪ ঘন্টায় যোগাযোগ করে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারবেন। ডাক্তার উপসর্গ শুনে করোনা রোগী সন্দেহ করলে, অ্যাম্বুলেন্স পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

হটলাইন নাম্বারগুলো হলো, সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ডা. আব্দুর রউফ মুন্না (01844912425)। বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত ডা. সৈয়দ নাহিয়ান মাহমুদ ও ডা. নাফিসা ইয়াসমিন (01686476872)। রাত ১১টা থেকে সকাল ৭ টা ডা. আরমান সাদিক (01852889123)।

আরসি/বিএ-০৪