জৈন্তাপুরে সংঘর্ষে আহত ২, গ্রেপ্তার ৩

জৈন্তাপুর প্রতিনিধি


মে ২৩, ২০২০
১০:১৭ পূর্বাহ্ন


আপডেট : মে ২৩, ২০২০
১০:১৭ পূর্বাহ্ন



জৈন্তাপুরে সংঘর্ষে আহত ২, গ্রেপ্তার ৩

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজারের পশুর হাটকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন। ঘটনার পর পর পুলিশ অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে চিকনাগুল বাজারের পশুর হাটের ইজারা নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে চিকনাগুলের বিসমিল্লাহ রেস্টুরেন্টের সামনে সিলেট-তামাবিল মহাসড়কের পূর্ব পাশের রাস্তার উপর উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে দুইজন গুরুতর আহত হন। আহতরা হলেন- চিকনাগুল ইউনিয়নের কহাইগড় ১ম খন্ড গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে কামাল উদ্দিন (৪৪) ও কহাইগড় ২য় খন্ড কাপনাকান্দি গ্রামের ইসমাইল আলীর ছেলে বাদশা মিয়া (৩৫)। স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এসে হামলাকারীদের কবল থেকে গুরুতর আহত কামাল উদ্দিন ও বাদশা মিয়াকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহত দু'জনের মধ্যে কামাল উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর কামাল উদ্দিনের ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন- পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের মৃত লাল মিয়ার ছেলে ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ (৫৮), একই ইউনিয়নের কহাইগড় ১ম খন্ড গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে মামুনুর রশিদ (২৫), একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে জহির উদ্দিন ওরফে জহির মোল্লা (৪৫), আজির উদ্দিনের ছেলে শাহেদ আহমদ (২৯), মৃত আব্দুস সামাদ মিয়ার ছেলে ইমাম উদ্দিন (৪২), মৃত আব্দুল মনাফের ছেলে সাহাব উদ্দিন (৪০), মৃত মরম আলীর ছেলে আজির উদ্দিন (৫৫), উত্তর বাঘেরখাল গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে শাহেদ আহমদ (৩০), তার সহোদর নাসির উদ্দিন (৩২), উমনপুর গ্রামের মৃত সালেহ আহমদ ওরফে ধলা মিয়ার ছেলে ইমরান আহমদ (২৮), মৃত তালেবুর রহমানের ছেলে কামরুজ্জামান (৪২), তার সহোদর সামছুজ্জামান (৪২), মৃত মকা মিয়ার ছেলে মনির হোসেন (৫৫), ঠাকুরের মাটি গ্রামের মৃত আজিজুর রহমান ফগার ছেলে নাসির উদ্দিন (৪২) সহ অজ্ঞাত ১০/১৫ জন।

তবে মামলার পূর্বেই পুলিশ অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত ২ নম্বর আসামি মামুনুর রশিদ, ৫ নম্বর আসামি শাহেদ আহমদ ও ৬ নম্বর আসামি নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারামারির ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। বাদীর এজাহারের ভিত্তিতে মামলা রেকর্ডপূর্বক গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২২ মে) আদালতে প্রেরণ করা হয়েছে।

 

আরকে/আরআর-১৯