কানাইঘাটে একদিনে করোনায় আক্রান্ত ৫ জন

কানাইঘাট প্রতিনিধি


মে ২২, ২০২০
১০:২৫ অপরাহ্ন


আপডেট : মে ২২, ২০২০
১০:২৫ অপরাহ্ন



কানাইঘাটে একদিনে করোনায় আক্রান্ত ৫ জন

সিলেটের কানাইঘাটে একদিনে সর্বোচ্চ নতুন ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শেখ শরফুদ্দিন নাহিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, করোনায় যে নতুন ৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন- উপজেলার পশ্চিম সর্দারমাটি গ্রামের ফরহাদ (১৮), দর্জিমাটি গ্রামের মিজান (১৬), ব্রাহ্মণগ্রাম গ্রামের জাকির (১৮), পৌরসভার রায়গড় গ্রামের বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের মা-মণি ডায়গনস্টিক সেন্টারের দ্বীপ চৌধুরী (২৭) এবং ডালাইচর গ্রামের সাখাওয়াত হোসেন। তাদের প্রত্যেকের নমুনা পূর্বে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নেওয়া হয়।

অনেকটা অসচেতনতা ও অবাধে চলাফেরার কারণে কানাইঘাটে দিন দিন করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ছে বলে অনেকে মনে করছেন।

 

এমআর/আরআর-২০