ওসমানীনগরে আরও ২ জনের করোনা শনাক্ত

ওসমানীনগর প্রতিনিধি


মে ২৩, ২০২০
০৯:০৪ পূর্বাহ্ন


আপডেট : মে ২৩, ২০২০
০৯:০৪ পূর্বাহ্ন



ওসমানীনগরে আরও ২ জনের করোনা শনাক্ত
মোট শনাক্ত ৯

সিলেটের ওসমানীনগরে আরও ২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ই-মেইলের মাধ্যমে এই দুইজনের রিপোর্ট পজেটিভ আসার খবর জানানো হয়েছে।

আক্রান্তরা হচ্ছেন, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের এক ইন্সপেক্টর (৪০) ও ইউএনও অফিসের একজন পরিচ্ছন্নতা কর্মী (২৬)। 

ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের ইন্সপেক্টর প্রতিদিন সিলেটের বাসা থেকে ওসমানীনগরে দায়িত্ব পালন করতেন। আর ইউএনও অফিসের পরিচ্ছনতা কর্মী উপজেলা ভবনের কাছেই একটি বাসায় ভাড়া থাকেন। এ নিয়ে ওসমানীনগরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। এরমধ্যে ১ জন মারা গেছেন।

ওসমানীনগর উপজেলায় করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী জানান, ইউএনও অফিসের পরিচ্ছন্নতা কর্মী গত ১৯ মে তাজপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন এবং সার্কেল অফিসের ইন্সপেক্টর ২/৩ দিন পূর্বে সিলেট সদর হাসপাতালে নমুনা প্রদান করেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের দুজনের করোনা পজেটিভ রিপোর্ট হাতে আসে। 

ইউডি/এনপি-০৩