জাফলংয়ে অসহায় ৩শ পরিবারে ঈদ উপহার প্রদান

গোয়াইনঘাট প্রতিনিধি


মে ২৩, ২০২০
০৯:৪৪ পূর্বাহ্ন


আপডেট : মে ২৩, ২০২০
০৯:৪৫ পূর্বাহ্ন



জাফলংয়ে অসহায় ৩শ পরিবারে ঈদ উপহার প্রদান

সামাজিক সংগঠন মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০টি অসহায় পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

গতকাল শুক্রবার (২২ মে) রাতে ৫ম ধাপে সমাজের বিত্তবানদের সহযোগিতায় ও সংগঠনের পক্ষ থেকে গরিব ও অসহায় মানুষ বাছাই করে ঈদ উপহার হিসেবে তাদের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, চিনি, সয়াবিন তেল, ময়দা, পেয়াঁজ, আলু, সেমাই এবং গুঁড়ো দুধ। 

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আমজাদ বকস, বাইস মিয়া, সদস্য মুহিবুর রহমান ও বাছিত মিয়া, সংগঠনের সভাপতি ফারুক আহমদ, সহসভাপতি ইসমাইল আলী, সাধারণ সম্পাদক লিটু আনাম লিটন, সাংগঠনিক সম্পাদক আল-আমিন সজীব, কোষাধ্যক্ষ আক্তার হোসেন পাভেল, কারিগরী বিষয়ক সম্পাদক ইমরান আহমদ, সদস্য এরশাদ আলী, সালেহ আহমদ, মোহাম্মদ রফিক, আব্দুর রহমান প্রমুখ।

এ ব্যাপারে সংগঠনের সভাপতি ফারুক আহমেদ বলেন, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মানুষ ঘরবন্দী। তাই পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ৫ম ধাপে সমাজের বিত্তবানদের সহযোগিতায় আমাদের সংগঠনের পক্ষ থেকে ৩০০টি অসহায় পরিবারে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। আমি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা আমাদের কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেছেন। ভবিষ্যতে তারা আমাদের আরও সহযোগিতা করবেন বলে আশাবাদী। একই সাথে ২৯ রমজান শনিবার আরও ২০০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে তিনি জানান।

এমএম/এনপি-০৬