মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন করোনা আক্রান্ত ছিলেন

নিজস্ব প্রতিবেদক


মে ২৩, ২০২০
১০:২৬ অপরাহ্ন


আপডেট : মে ২৩, ২০২০
১০:২৯ অপরাহ্ন



মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন করোনা আক্রান্ত ছিলেন

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান আজ শনিবার (২৩ মে) সিলেট মিররকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল শুক্রবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সাবেক সিভিল সার্জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। 

গতকাল শুক্রবার (২২ মে) রাত ৯টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

এর আগে গতকাল শুক্রবার করোনার উপসর্গ নিয়ে সাবেক সিভিল সার্জনের মৃত্যুর বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছিলেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক জন্মেজয় দত্ত। তিনি জানান, কোডিভ-১৯ এর উপসর্গ নিয়ে গতকাল শুক্রবার সকালে তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। এরপর তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। কিন্তু রিপোর্ট আসার আগেই রাত নয়টায় তিনি মৃত্যুবরণ করেন। 

এনসি/এনপি-০৯