বড়লেখা প্রতিনিধি
মে ২৩, ২০২০
১১:১৫ অপরাহ্ন
আপডেট : মে ২৩, ২০২০
১১:১৮ অপরাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় করোনা আক্রান্তদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রেসক্লাব। আক্রান্ত ব্যক্তির মনোবল ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বড়লেখা প্রেসক্লাবের উদ্যোগে তাদের বাড়িতে পাঠানো হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ওয়ার্ড বয়ের (৩৫) বাড়িতে ফলমূল পাঠানো হয়। ধারাবাহিকভাবে আক্রান্ত অন্যদের বাড়িতেও ফলমূল পাঠানো হবে। এসময় প্রেসক্লাব সদস্য সাংবাদিক তপন কুমার দাস ছাড়াও অন্যদের মধ্যে বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র প্রতিনিধি শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন, স্থানীয় শিক্ষক দেলোয়ার হোসেন, জাকির হোসেন, তরুণ সমাজসেবক জসিম উদ্দিন, নুরুল ইসলাম, মাছুম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মে হাসপাতালের এক ওয়ার্ড বয় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়। এরপর হাসপাতালের চিকিৎসকসহ ৩৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। গত বৃহস্পতিবার (২১ মে) রাতে তাদের নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। এরমধ্যে ৩ চিকিৎসকের করোনা পজিটিভ ধরা পড়ে। তবে তাদের কারোরই করোনার কোনো উপসর্গ ছিল না। ধারণা করা হচ্ছে, তারা আক্রান্ত কারো মাধ্যমে সংক্রমিত হয়েছেন। তিন চিকিৎসক হাসপাতালের কোয়ার্টারে আইসোলেশনে রয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত হাসপাতালের ওয়ার্ডবয় নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
এ নিয়ে বড়লেখা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। এরমধ্যে প্রথম আক্রান্ত এক ব্যক্তি সুস্থ হয়ে ওঠেছেন। বাকি দুই রোগী বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তবে তারা অনেকটা সুস্থ হয়ে ওঠেছেন।
আক্রান্ত এসব ব্যক্তিদের মনোবল বাড়াতে তাদের বাড়িতে ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল পাঠাচ্ছে বড়লেখা প্রেসক্লাব। প্রেসক্লাব সদস্য সাংবাদিক তপন কুমার দাস বলেন, অনেকেই আক্রান্ত ব্যক্তিকে অবহেলা করেন। বিভিন্ন জায়গায় তাদের পরিবারের সঙ্গে খারাপ আচরণের খবরও শোনা যায়। যা মোটেও ঠিক নয়। করোনা রোগীকে অবহেলা না করে তাদের মনোবল ভালো রাখতে সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। আজকে আমরা একজনের বাড়িতে ফলমূল পাঠিয়েছি। পর্যায়ক্রমে আক্রান্ত অন্যদের বাড়িতেও ফলমূল পাঠাব। ওই রোগীর এলাকার লোকজনকে ধন্যবাদ জানাই। তারা ওই পরিবারকে নানাভাবে সহযোগিতা করছেন।
এ ব্যাপারে বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত বলেন, করোনা আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারকে অনেকেই অবহেলা করেন। তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেন। এতে আক্রান্ত ব্যক্তি মনোবল হারিয়ে ফেলেন। সবার উচিত আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সঙ্গে মানবিক আচরণ করা। তাই আমরা আক্রান্ত ব্যক্তিদের মনোবল বাড়াতে তাদের পাশে দাঁড়িয়েছি। তাদের ফলমূল দিচ্ছি। যাতে তারা মনোবল না হারান। অন্যরাও তাদের পাশে এসে দাঁড়াতে পারেন।
বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের প্রতিনিধি শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, করোনা আক্রান্তদের বাড়িতে ফলমূল পাঠিয়ে বড়লেখা প্রেসক্লাব দৃষ্টান্ত তৈরি করেছে। এটি মহৎ উদ্যোগ। যা নিঃসন্দেহ প্রশংসার দাবি রাখে। সমাজে সবার উচিত করানো আক্রান্ত ব্যক্তিকে অবহেলা না করে বড়লেখা প্রেসক্লাবের মতো তাদের পাশে এসে দাঁড়ানো। এতে সবার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে।
এজেএল/এনপি-১২