দক্ষিণ সুরমায় বাস টার্মিনালে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক


মে ২৪, ২০২০
১২:০২ পূর্বাহ্ন


আপডেট : মে ২৪, ২০২০
১২:০৩ পূর্বাহ্ন



দক্ষিণ সুরমায় বাস টার্মিনালে সংঘর্ষ

সিলেটের দক্ষিণ সুরমায় বাস টার্মিনালে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২২ মে) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। 

শ্রমিকেরা জানান, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তার দাবি জানায় শ্রমিকেরা। কিন্তু সংগঠনের সভাপতি সেলিম আহমদ ফলিক সেই দাবি না মেনে শ্রমিকদের সঙ্গে বাজে ব্যবহার করে। এর প্রতিবাদে আজ শনিবার মানববন্ধন আয়োজন করে সিলেট আন্তজেলা বাস উপ-কমিটি ও সিলেট-ঢাকা মিতালী রোড উপ-কমিটি। কিন্তু মানববন্ধন শুরুর আগেই 'সিলেট-ঢাকা মিতালী রোড উপ-কমিটি' এর কার্যালয়ে হামলা চালায় ফলিকের অনুসারীরা।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল সিলেট মিররকে বলেন, আর্থিক বিষয় নিয়ে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক  সিলেট মিররকে বলেন, ‘আমি কারো ওপর হামলা করিনি, করাইওনি।’

তিনি বলেন, ‘কল্যাণ তহবিলের টাকা উপ-কমিটিগুলোতে দেওয়া আছে। তারা শ্রমিকদের আর্থিক সহায়তা করেছে। আর আমার জেলা কমিটিতে যে টাকা আছে তা শুধু কোনো শ্রমিক মারা গেলে তার পরিবারকে দেওয়া হয়। এটা কল্যাণ তহবিলের টাকা নয়।’ 

এনসি/এনপি-১৫