শামসুদ্দিনের এক চিকিৎসক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক


মে ২৩, ২০২০
০২:১৬ অপরাহ্ন


আপডেট : মে ২৩, ২০২০
০৩:২৭ অপরাহ্ন



শামসুদ্দিনের এক চিকিৎসক করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের এক চিকিৎসক। আক্রান্ত ওই চিকিৎসক হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ।

আজ শনিবার (২৩ মে) সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক জন্মেজয় দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল শুক্রবার (২২ মে) রাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সার্জারি বিভাগের এক চিকিৎসকের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। তার শরীরে করোনার মৃদু লক্ষণ আছে। তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। 

এনএইচ/ বিএ-৫