ওসমানীনগরে আরও ৩০ জনের নমুনা প্রদান

ওসমানীনগর প্রতিনিধি


মে ২৩, ২০২০
০৪:২৭ অপরাহ্ন


আপডেট : মে ২৩, ২০২০
০৪:২৭ অপরাহ্ন



ওসমানীনগরে আরও ৩০ জনের নমুনা প্রদান

সিলেটের ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অফিসের এক ইন্সপেক্টর ও ইউএনও অফিসের পরিচ্ছন্নতা কর্মী করোনায় আক্রান্ত হওয়ার পর ওসমানীনগরে আরও ৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। 

আজ শনিবার (২৩ মে) সকালে উপজেলা করোনাভাইরাস সংক্রান্ত চিকিৎসক দল কর্তৃক উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী ভূমি কমিশনার, ওসমানীনগর সার্কেল অফিসের স্টাফ, স্থানীয় সাংবাদিক, স্বাস্থ্যকর্মীসহ ৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ওসমানীনগর সার্কেলের এক ইন্সপেক্টর (৪০) ও ইউএনও অফিসের একজন পরিচ্ছন্নতা কর্মীর (২৬) করোনা শনাক্তের খবর এলে সর্বত্র হুলুস্থুল পড়ে যায়।  

ওসমানীনগর সার্কেল অফিসের ইন্সপেক্টর প্রতিদিন সিলেটের বাসা থেকে ওসমানীনগরে দায়িত্ব পালন করতেন। আর ইউএনও অফিসের পরিচ্ছনতা কর্মী উপজেলা ভবনের কাছেই নুনু মিয়ার বাসায় ভাড়া থাকেন। তাই করোনার আগাম সাবধানতা হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী ভূমি কমিশনার, ওসমানীনগর সার্কেল অফিসের স্টাফ, স্বাস্থ্যকর্মীরা নমুনা প্রদান করেন। 

অন্যদিকে শুক্রবার বিকেলে কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাফিউল আলম নাদেল করোনায় আক্রান্ত জানতে পেরে ওসমানীনগরের সাংবাদিকদের মধ্যেও উদ্বেগ দেখা দেয়। বুধবার (২০ মে) দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের নিয়ে এক অনুষ্ঠানের অতিথি ছিলেন শফিউল আলম নাদেল। তাই অতিথি সান্নিধ্যে করোনার সংক্রমণ হয়েছে কি-না তা নিশ্চিত হতে শনিবার নমুনা দেন ওসমানীনগরের দুই সাংবাদিক। যদিও সেদিনের অনুষ্ঠানে প্রায় অর্ধশত লোক উপস্থিত ছিলেন।

ইউডি/বিএ-১৫