গোয়াইনঘাট প্রতিনিধি
মে ২৩, ২০২০
০৭:৫২ অপরাহ্ন
আপডেট : মে ২৩, ২০২০
০৭:৫২ অপরাহ্ন
সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র গোয়াইনঘাটের জাফলংয়ে করোনাভাইরাস প্রতিরোধে ঘরবন্দি থাকা পর্যটকবাহী নৌকার চালক ও ফটোগ্রাফারদের নগদ আর্থিক সহায়তা দিয়েছে জাফলং ট্যুরিস্ট পুলিশ।
আজ শনিবার (২৩ মে) দুপুরে জাফলংয়ের বল্লাঘাটস্থ পিকনিক সেন্টারে ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ইনচার্জ মো. রতন শেখের ব্যক্তিগত তহবিল থেকে ৬০ জন নৌকা চালক ও ফটোগ্রাফারকে নগদ ৫শ টাকা করে উপহার প্রদান করেন তিনি।
এ সময় গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নগদ আর্থিক অনুদান বিতরণকালে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ বলেন, মানুষ মানুষের জন্য- এ কথা কখনও ভুলে গেলে চলবে না। সেই দিকটা স্মরণে রেখে করোনায় বেকার হয়ে পড়া ৬০ জন নৌকাচালক ও ফটোগ্রাফারের মাঝে আমার সাধ্য অনুযায়ী সামান্য ঈদ উপহার দিয়েছি।
এমএম/আরআর-০৫